ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৫৯ পিএম
সীতাকুণ্ড কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সীতাকুণ্ড কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড কাঁচাবাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।