ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

৮৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:৩৮ এএম

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৩ দিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠানে ঢাকা জেলার মোট ৬০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আবু ইউছুফ।