বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ২৭তম একাডেমিক কাউন্সিল সভা গত সোমবার সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই একাডেমিক কাউন্সিল সভায় ২৫তম এবং ২৬তম সভার আলোচ্যসূচির সিদ্ধান্তগুলো পর্যালোচনা ও অনুমোদন, মূল সনদপত্র প্রদানের প্রক্রিয়া অনুমোদন, সাময়িক সনদপত্র সংশোধন, ফল-২০২৪ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।