ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বুধবার কী আছে ভাগ্যে,  জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৯ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

মেষ: আজ মানসিক চাঞ্চল্য বাড়বে মেষ রাশির জাতকদের। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন থেকে মুক্ত হবেন। সুগন্ধি, সৌখিন দ্রব্য, ঘর সাজানোর সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্তরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে আজ কাঙ্খিত যোগাযোগ গড়ে উঠবে। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন।

বৃষ: বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে মতপার্থক্য হতে পারে। প্রকাশনা, বিজ্ঞাপন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি কর্মক্ষেত্রে নতুন দিশা পাবেন। ঋণ দেওয়া থেকে বিরত থাকুন।

মিথুন: দূরদৃষ্টি সহকারে যে কোনও সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতে লাভজনক হবে। অর্থ উপার্জন ঊর্ধ্বগামী হবে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। আজ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। অসাধু প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন।

কর্কট: ভালো করে না ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। জ্ঞাতিশত্রুতায় বিব্রত হতে পারেন। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। অসৎ ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন, নয়তো আইনি সমস্যায় পড়তে পারেন। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় নতুন পথ পেতে পারেন। আপনার সুনামহানির চেষ্টা হবে।

সিংহ: নতুন বাড়ি কেনার যোগ আছে। আলস্যের কারণে গুরুত্বপূর্ণ কাজে দেরি হবে। ইঁট, সিমেন্টের মতো ইমারতি দ্রব্য এবং প্রোমোটিং-এর ব্যবসায় আশানুরূপ উন্নতি হবে। চাকরিজীবীরা নতুন চাকরি পেতে পারেন। দুর্ঘটনায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অপ্রাসঙ্গিক খরচ আজ বাড়তে পারে।

কন্যা: অংশীদারি ও যৌথ ব্যবসা এড়িয়ে চলুন। ব্যবসায় উপার্জন বাড়বে কিন্তু সঞ্চয় কম হবে। বিজ্ঞাপনী চমকে প্রভাবিত হয়ে প্রতারিত হতে পারেন। খনিজ ও কৃষিজ দ্রব্যের ব্যবসা আজ লাভজনক হবে। অধস্তন কর্মীর উপর অধিক নির্ভরশীল হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তুলা: তুলা রাশির জাতকদের ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সন্ধান পেতে পারেন। সন্তানের কারণে আজ অর্থ ব্যয় বাড়বে। হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীরা পরিশ্রম করলে সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে।

বৃশ্চিক: গুরুজনের সঙ্গে আজ মতবিরোধ হতে পারে। অযথা অন্যের কৃতকর্মের দায় আপনার কাঁধে এসে পড়তে পারে। প্রেমের সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভাইয়ের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। নিকট বন্ধুর থেকে উপকার পেতে পারেন।

ধনু: গত কয়েক দিনের চিন্তা থেকে আজ মুক্ত হবেন। কর্মস্থান পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কিছু বন্ধুরূপী শত্রুর কারণে আপনার সম্মানহানি হতে পারে। সাংসারিক খরচ বাড়তে পারে। জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।

মকর: সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। তরল জাতীয় দ্রব্যের ব্যবসায় মুনাফা বৃদ্ধি যোগ রয়েছে। অভিনেতা-অভিনেত্রীরা প্রতিভা বিকাশের যথাযথ সুযোগ পাবেন। নেশার দ্রব্যে আসক্তি বাড়তে পারে। সৃজনশীল কাজে প্রতিভার স্বীকৃতি পাবেন। জনসেবামূলক কাজে অর্থব্যয় হতে পারে।

কুম্ভ: জমি-জায়গা কেনা-বেচা সংক্রান্ত আইনি জটিলতা বাড়বে। দাম্পত্যে অশান্তির সম্ভাবনা আছে। দালালি থেকে অর্থাগম হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। জ্ঞাতি সমস্যা বাড়বে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থাকছে।

মীন: তথ্যপ্রযুক্তি ও আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেরিয়ারে অবনতি হতে পারে। শরিকি সম্পর্কের সমস্যা বাড়বে। ঋণে জড়িয়ে পড়তে পারেন। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে উৎকন্ঠা বাড়বে। কর্মক্ষেত্রের স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। অসুখ-বিসুখ হতে পারে।