ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রীতির ঐতিহ্য ধংস হচ্ছে: জিএম কাদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৭:৩৩ পিএম
গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভয়াবহ মব ভায়োলেন্সের কারণে আমাদের সমাজে সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে।

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জিএম কাদের বলেন, মব ভায়োলেন্সের নামে প্রকাশ্যে মানুষ হত্যা এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এ অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ও ঘৃণ্য। যে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যেসব তরুণ প্রাণ উৎসর্গ হয়েছে, তারা কখনো এ ধরনের বর্বরতা ও অমানবিকতা চায়নি।

তিনি বলেন, মানুষে মানুষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমরা যেভাবে সামাজিক ও রাজনৈতিক সহনশীলতা হারিয়ে ফেলছি, তা ভয়াবহ সংকেত।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য উল্লেখ করে জিএম কাদের জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১০ মাসে সারা দেশে মব ভায়োলেন্সে নিহত হয়েছেন ১৭৪ জন। এর মধ্যে ঢাকায় ৮০ জন, খুলনায় ১৪, রাজশাহীতে ১৬, রংপুরে ৭, সিলেটে ৫, চট্টগ্রামে ২৯, বরিশালে ১৭ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন মানুষ নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার উপদেষ্টা, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হুশিয়ারি সত্ত্বেও মব ভায়োলেন্স থামছে না। এতে সারাদেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জোর দিয়ে বলেন, মব ভায়োলেন্সের মতো অপরাধ যারা সংঘটিত করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একটি নিরাপদ ও সহনশীল সমাজ গঠনে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর উদ্যোগ জরুরি।