হঠাৎ করেই মঙ্গলবার (৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলমের বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও।
সেসব ছবি ও ভিডিওতে দেখা যায়, সাদা কাফনের কাপড় মোড়ানো হিরো আলম শুয়ে আছেন। তার দুই নাকে তুলা। প্রথমে যে কেউ দেখলেই ভাববেন হিরো আলম মারা গেছেন। তবে ভিডিওতে স্পষ্ট, একটি স্কিন কেয়ারে রূপচর্চার জন্য গেছেন তিনি। ওই স্কিন কেয়ারের অভিনব প্রচারণার অংশ হিসেবে এই ভিডিও৷ তার সঙ্গে একজন ডাক্তার ও কনটেন্ট ক্রিয়েটারকে দেখা গেছে।
এদিকে কয়েক দিন বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন। তাকে অচেতন অবস্থায় গত শুক্রবার (২৭ জুন) দুপুরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু। এরপর শঙ্কামুক্ত হলে বাসায় ফিরেন তিনি।
হিরো আলমের আত্মহত্যা চেষ্টার খবর শুনে অভিমান ভুলে বগুড়া ছুটে গিয়েছিলেন তার স্ত্রী রিয়া মণি। দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে ফের এক হয়েছেন তারা!
তবে সাম্প্রতিক সময়ে তাদের পাল্টাপাল্টি স্ট্যাটাস ঘিরে জল্পনা ফের হিরো আলম আর রিয়া মণির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।