ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

‘যদি কেউ প্রস্তাব দেয় আমি বিয়ে করব’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৫:১৬ পিএম
মালাইকা অরোরা। ছবি- সংগৃহীত

বলিউডের তুমুল আলোচনা এখন আরবাজ খান ও তার প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার নতুন কীর্তি ঘিরে। ২৪ ডিসেম্বর ২০২৩-এ আরবাজ খান মেকআপ আর্টিস্ট শশুরা খানকে গোপনে বিয়ে করার পর থেকে মালাইকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। আর সেই প্রশ্নের জবাব দিলেন নিজেই মালাইকা!

সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা ১১’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে মালাইকাকে ফারাহ খান মজার ছলে জিজ্ঞেস করেন, “আপনি কি আবার বিয়ে করবেন? প্রথমে একটু হেসে মালাইকা পরে সরাসরি বললেন, ‘যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।’”

এদিকে আরবাজ ও শশুরার সংসারে নতুন সদস্য হিসেবে এসেছে কন্যা সন্তান। চলতি বছরের অক্টোবর মাসেই এ সুখবর যেন খান পরিবারে উৎসব শুরু হয়েছে। নতুন বাচ্চার খুশিতে হাসিমুখে দেখা গেছে সালমান খান, সোহেল খানসহ বড় পরিবারকে।

মালাইকার এই নতুন রোমান্সের ইঙ্গিত যেন এখন বলিউডে আলোড়ন সৃষ্টি করেছে। তার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি রহস্যময় পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ঘুম থেকে উঠেছি, আমার কাছে কাপড়, জল আর খাবার আছে, আমি কৃতজ্ঞ।’

তার এসব কর্মকাণ্ডই তার নতুন জীবনের মনোভাব বুঝিয়ে দেয়।

আরবাজ-মালাইকা দম্পতি দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৭ সালে বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদ করেছিলেন। তারপরও সন্তান আরহানের দেখভাল নিয়ে দুজনেই একে অপরকে সম্মান দিয়ে চলেছেন।

এবার মালাইকার মুখ থেকে ‘আমি বিয়ে করব’ শুনে ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে, দেখা যাক তার পরবর্তী পদক্ষেপ কী হবে!