ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোলে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৬:১৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ভাষণ দিচ্ছিলেন। এ সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সোমবার (১৩ অক্টোবর) ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছুটা হট্টগোল দেখা গিয়েছিল।

একজন বামপন্থী নেসেট সদস্য সংক্ষিপ্তভাবে নেতানিয়াহুর বক্তব্যে বাধা দেন। এতে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হয়েছেন। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে আটকান। জানা গেছে, ওই সদস্যের হাতে ছিল একটি কাগজ, তাতে লেখা ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’।

ঘটনার পর নেসেট স্পিকার ট্রাম্পের দিকে তাকিয়ে বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখিত, মি. প্রেসিডেন্ট’।

একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত এক ব্যক্তির কাছে এগিয়ে যায় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, ‘কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।’

জবাবে ট্রাম্প রসিক ভঙ্গিতে বলেন, ‘আসলে এটা বেশ কার্যকর ছিল।’ তার কথার পরপরই সংসদ কক্ষ আবারও করতালিতে মুখরিত হয়, আর সদস্যরা একসঙ্গে স্লোগান দিতে থাকেন ‘ট্রাম্প! ট্রাম্প!’

নেসেটে ভাষণে ট্রাম্প বলেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ‘ঐতিহাসিক ভোর’। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তিনি তাকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ বলে অভিহিত করেন।

এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।

মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের একসঙ্গে কাজ করাটা ‘অবিশ্বাস্য এত বিজয়’।

ট্রাম্প আরও বলেন, এখন ইসরায়েলের ‘স্বর্ণযুগ আসবে’ এবং এটি সমগ্র অঞ্চলের জন্যও ‘স্বর্ণযুগ’ হবে।