ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংককে একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যকে ‘ভিত্তিহীন গুজব’ বলে প্রত্যাখ্যান করেছে সরকার।
সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে বিনিয়োগকারীদের স্বার্থক্ষুণ্ন করার মতো কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
এতে বলা হয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
সবাইকে অনলাইনে ছড়ানো এমন ‘ভ্রান্ত ও মনগড়া’ তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।