পশ্চিমাদের প্রতিবাদেও আরব বিশ্ব চুপ
আগস্ট ১০, ২০২৫, ০১:৪৭ এএম
ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৮ বার পরিবারসহ বাস্তুচ্যুত হয়েছেন আহমেদ হির্জ। তিনি বলেন, ‘আমি স্রষ্টার নামে শপথ করছি, আমি ১০০ বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তাই আমার জন্য এখানেই মৃত্যুবরণ করা ভালো।’ তিনি আলজাজিরাকে বলেন, ‘আমি কখনো এখান থেকে যাব না। আমরা দুর্ভোগ, অনাহার, নির্যাতন ও করুণ পরিস্থিতির...