কে হাসছে আড়ালে: ইরান, ইসরায়েল না আমেরিকা?
জুন ২৫, ২০২৫, ১২:০৯ এএম
তুমুল উত্তেজনার পর নাটকীয়ভাবে মঙ্গলবার সকালে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যাশা অনুযায়ী, একে একে সব পক্ষই জয় ঘোষণা দেয়। তবে কূটনৈতিক বাস্তবতায় কে বিজয়ী বা পরাজিত হবে, তা নির্ধারণে সময় লাগবে আরও অনেকটা।
মধ্যপ্রাচ্যের দুপুর অবধিও শান্তি ফিরেনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল ভোর পাঁচটায়, কিন্তু তারও দুই ঘণ্টা...