ইসরায়েল গাজা বা লেবাননে হামলার আগে ‘কারও অনুমোদন’ নেবে না বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা বা লেবাননে শত্রুদের ওপর হামলা চালাতে ইসরায়েলের অনুমতির প্রয়োজন নেই।
রোববার (২৬ অক্টোবর) সরকারি মন্ত্রীদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা আমাদের মতো করেই নিজেদের রক্ষা করব এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করব। এ জন্য কারও অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতেই।’
তার এই বক্তব্য আসে এমন সময়, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও স্থিতিশীল করতে এক সপ্তাহের সফর শেষ করেছেন।
নেতানিয়াহু আরও বলেন, গাজায় যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে, তাতে কোন কোন দেশ অংশ নিতে পারবে সে সিদ্ধান্তও ইসরায়েল একাই নেবে।
মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মূলত আরব ও মুসলিম দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা রয়েছে।
তবে নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কসহ কিছু দেশকে ইসরায়েল এই বাহিনীতে দেখতে চায় না। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাহিনীর ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, কোনো বাহিনী আমাদের কাছে অগ্রহণযোগ্য হলে তা ইসরায়েলই নির্ধারণ করবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন