ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

এনটিআরসিএ ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিপ্রত্যাশীদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৬:৪০ পিএম
এনটিআরসিএ ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে চাকরিপ্রত্যাশীরা। ছবি- সংগৃহীত

রাজধানীর ইস্কাটনে অবস্থিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দপ্তরের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন একদল চাকরিপ্রত্যাশী।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারীরা তালা লাগিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে অবস্থান নেন।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ তালা ভেঙে তাদের ভবনের বাইরে বের করে দেয়। বর্তমানে পুলিশ ভবনের ভেতরে অবস্থান করছেন, আর আন্দোলনকারীরা বাইরে অবস্থান করে স্লোগান দিচ্ছেন।

রমনা জোনের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, ‘বিকেল ৪টার দিকে খবর পাই, আন্দোলনরত শিক্ষকরা এনটিআরসিএ ভবনের ভেতরে প্রবেশ করেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় তিন শ মানুষ গেট ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং স্লোগান দিচ্ছে। পরে আমরা তাদের অনেককে বের করতে সক্ষম হই। বাকি যারা অবস্থান করে স্লোগান দিতে থাকে, তাদেরকে সারিবদ্ধভাবে বের করা হয়েছে। এখানে কোনো লাঠিচার্জ বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘বিকেল সোয়া ৫টার দিকে কিছু আন্দোলনকারী সামনের সড়ক ও আইল্যান্ডে অবস্থান করে স্লোগান দিচ্ছে। তবে তারা সড়ক বন্ধ করেনি।’

এ দিন বিক্ষোভে অংশ নিয়েছিলেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। তারা শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলামোটর এলাকা ঘুরে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান করেন।