ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

‘ম্যাডামের হুঁশ আছে, আমাদের চিনতে পেরেছেন’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০২:১৮ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে সস্ত্রীক এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১টার পর তারা হাসপাতালে পৌঁছান। সে সময় দলের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। 

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বের হওয়ার পর সংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘ম্যাডামের হুঁশ আছে, আমাদের চিনতে পেরেছেন। আমরা সালাম দেওয়ার পর তিনি রিপ্লাই করেছেন।’

এ সময় তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু মসজিদ মাদ্রাসা নয়, সারাদেশের প্রতিটি মানুষ যেন ব্যক্তিগতভাবে ম্যাডামের জন্য দোয়া করেন।’ 

এর আগে মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান। 

সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ মেডিকেল বোর্ড বসেছে। বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা চলছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন শারীরিক প্যারামিটার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’