চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তবে তিনি নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, লালদীঘি ময়দান সংলগ্ন জেলা পরিষদ ভবনের বিপরীতে ছিনতাইকারীরা ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দায়িত্বরত টহল পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ইসমাইলের হাতে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। নিহত ব্যক্তি একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা ছিলেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

