হলিউডের গ্ল্যামার কুইন কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুজন দুই জগতের তারকা, কিন্তু প্রেম তো আর পাসপোর্ট দেখে না! গত কয়েক মাস ধরেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছিল বাতাসে, কিন্তু এবার আর সেটা গুঞ্জনে সীমাবদ্ধ থাকল না। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক বিলাসবহুল ইয়টে তাদের গভীর চুম্বন ও আলিঙ্গনের মুহূর্ত প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই জুটি।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল সম্প্রতি একটি এক্সক্লুসিভ ফটোসেট প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, ৪০ বছর বয়সি কেটি পেরি তার নিজস্ব ইয়ট ক্যারাভেলের ওপরে কালো সাঁতারের পোশাকে দাঁড়িয়ে আছেন। পাশে আছেন ৫৩ বছর বয়সি জাস্টিন ট্রুডো, শার্টবিহীন, শুধু জিনস পরা। দুজনের মধ্যে এমন এক গভীর চুম্বন, যা কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়।
আরও কয়েকটি ছবিতে ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন, হাসছেন, সময় কাটাচ্ছেন। তাদের এতটাই আত্মমগ্ন মনে হচ্ছিল যে, কাছাকাছি থাকা পর্যটকদের উপস্থিতি পর্যন্ত যেন টের পাননি।
এ প্রেমময় মুহূর্তগুলো ধরা পড়ে এক তিমি পর্যবেক্ষক নৌকার পর্যটকের ক্যামেরায়। ওই পর্যটক জানান, ‘প্রথমে বুঝতে পারিনি কারা, তবে ট্রুডোর হাতে থাকা হাইডা রেভেন ট্যাটু দেখে চিনে ফেলি। তখনই নিশ্চিত হই, এটা সেই জাস্টিন ট্রুডো!’
উল্লেখ্য, এই হাইডা রেভেন ট্যাটু ট্রুডোর ব্যক্তিগত ও সাংস্কৃতিক পরিচয়ের একটি বিশেষ প্রতীক, যা আদিবাসী কানাডিয়ান শিল্প ও ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধার নিদর্শন।
জুলাই মাসে মন্ট্রিয়লের জনপ্রিয় রেস্তোরাঁ লে ভায়োলনে কেটি ও ট্রুডোর একান্ত ডিনারের পরই প্রথম প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর তাদের দেখা যায় মাউন্ট রয়্যাল পার্কে একসঙ্গে হাঁটতে এবং পরে কেটির কনসার্টেও ট্রুডোর উপস্থিতি চোখে পড়ে।
সূত্র বলছে, তারা ‘প্রেম অন্বেষণের একেবারে প্রাথমিক পর্যায়ে’ আছেন। কেটির ঘনিষ্ঠরা জানিয়েছেন, ‘কেটি তার প্রতি খুবই আগ্রহী। সে বলে, ট্রুডো একজন ‘হাই-কোয়ালিটি’ মানুষ। সে তাকে অনেক পছন্দ করে।’
উভয় তারকার জীবনেই সম্পর্কের ক্ষেত্রে বড় ধাক্কা এসেছে সম্প্রতি। কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুম এ বছর জুনে তাদের ৯ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটান। তাদের রয়েছে একটি কন্যাসন্তান—ডেইজি ডোভ (৫)।
অন্যদিকে, ট্রুডো তার স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন গত আগস্টে। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৮), এলা-গ্রেস (১৬), ও হ্যাড্রিয়েন (১১)।