ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

‘যত বেশি ভালো মানুষ রাজনীতিতে আসবে, ততই চাঁদাবাজ দূরে যাবে’

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৬:৪৫ পিএম
কথা বলছেন নবগঠিত রাজনৈতিক দল ‘জনতার দল’-এর সদস্য সচিব মো. আজম খান। ছবি- রূপালী বাংলাদেশ

‘রাজনৈতিক নেতাদের পেশা কী, তাদের সংসার কীভাবে চলে, প্রার্থী হওয়ার আগে কত সম্পদের মালিক—এসব তথ্য ভোটারদের জানা উচিত। ভোট চাইতে এলে সোজাসাপটা ইনকামের হিসাব জিজ্ঞেস করতে হবে। তা না হলে দুর্নীতি কখনোই কমবে না।’ এমন মন্তব্য করেছেন নবগঠিত রাজনৈতিক দল ‘জনতার দল’-এর সদস্য সচিব মো. আজম খান।

রোববার (১২ অক্টোবর) দুপুরে গাজীপুরে দলটির জেলা ও মহানগর কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জনতার দলের জেলা আহ্বায়ক মো. সামসুদ্দিন খন্দকার। বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আবু জাফর রিপন, মহানগর আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, কালীগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. নোমান প্রমুখ।

আজম খান আরও বলেন, ‘গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে মানুষ বারবার ভোট দিয়েছে। কিন্তু তারা কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। জনগণ একই সমস্যায় বারবার পড়ছে। ভালো মানুষ রাজনীতিতে আসছেন না বলেই এই পরিস্থিতি। এই কারণেই জনতার দলের আত্মপ্রকাশ।’

তিনি জানান,  ‘এরই মধ্যে শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনতার দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা অন্যায় ও দুর্নীতিকে চিরতরে দূর করতে চাই। যত বেশি ভালো মানুষ রাজনীতিতে আসবে, ততই চাঁদাবাজ-সন্ত্রাসীরা দূরে সরে যাবে।’

সভা শেষে ফিতা কেটে জনতার দলের গাজীপুর জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন করা হয়।