ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ থেকে ব্লেড সজীব গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৮:২৪ পিএম
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সজীব ওরফে ব্লেড সজীবকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার, ১টি লেজার লাইট এবং ১টি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।

শনিবার (১১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

সজীব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওই নারী তার দেবরকে নিয়ে সিএনজিযোগে গন্তব্যে যাওয়ার সময় রাত সাড়ে ১১টার দিকে দৈল্যেরবাগ এলাকায় সজীব ওরফে ব্লেড সজীব ও তার ৬-৭ জন সহযোগী মিলে তাদের সিএনজির গতিরোধ করেন। পরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। ওই দেবরকে অন্য কক্ষে আটকে রেখে সজীব ও তার সহযোগীরা মিলে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। এই ঘটনার পর থেকেই ব্লেড সজীব পলাতক ছিলেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, র‍্যাব-১১-এর একটি দল সজীবকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। সজীবের বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ ও অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।