ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আটক শিক্ষকদের ছেড়ে দিয়েছে পুলিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৯:২৮ পিএম
আটক শিক্ষকদের ছেড়ে দিয়েছে পুলিশ। ছবি- সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলনের সময় আটক হওয়া শিক্ষকদের ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) রাত ৮টার পর তাদের মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

এর আগে বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ চলাকালে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এতে শিক্ষকরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। পরে একদল শিক্ষক পুনরায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন, আরেকদল শহীদ মিনারে গিয়ে অবস্থান শুরু করেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে না। তবে অবস্থান কর্মসূচি নিয়ে শিক্ষক নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

জানা যায়, একাংশের সিদ্ধান্তে প্রেস ক্লাবের পরিবর্তে শহীদ মিনারে অবস্থান নেওয়ার কথা বলা হলেও অন্যপক্ষ সচিবালয় অভিমুখে লংমার্চের দাবি তোলে। ফলে দুইপক্ষই আলাদা স্থানে অবস্থান নেয়।

শিক্ষকরা অভিযোগ করেন, সরকার একাধিকবার বাড়ি ভাড়া ২০ শতাংশ করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এবার তারা প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনায় ২২ অক্টোবরের মধ্যে এ দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলে শিক্ষক নেতারা জানিয়েছেন। রোববার সকাল ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন, যদিও আলোচনায় কারা উপস্থিত ছিলেন তা জানা যায়নি।