ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চরফ্যাশনে ইয়াবাসহ শ্রমিক দল নেতা গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৭:৪৬ পিএম
উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে ২০ পিস ইয়াবাসহ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে চরফ্যাশন বাজারের বটতলা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী জিন্নাগর ইউনিয়নের কাঞ্চন আলীর ছেলে এবং সাবেক এমপি আলম গ্রুপের নেতা বলে জানা গেছে।

পুলিশ জানায়, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বেচা-বিক্রিতে জড়িত ছিলেন। তথ্য-প্রমাণের অভাবে তাকে আগে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রোববার রাত ১১টার সময় বাজারের বটতলা রোডে ইয়াবা বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ‘মাদকসহ গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’