ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

পাবনায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৬:৫১ পিএম
পাবনায় জামায়াতের সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান, সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

রোববার (১২ অক্টোবর) দুপুরে পাবনা শহরের শহীদ চত্বরে সমবেত হন জামায়াত নেতাকর্মীরা। অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খানসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে। চলমান নির্বাচন পদ্ধতির মাধ্যমে দেশে গণতন্ত্র নয়, বরং স্বৈরশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে। তাই দুর্নীতি, সহিংসতা ও গ্রুপিংয়ের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে পিআর পদ্ধতি চালু করা সময়ের দাবি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা জামায়াতের শীর্ষ নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।