গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর গ্রামের পারুলী নদীর ওপর রেলসেতু থেকে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত যুবক মারা গেছেন। রোববার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে নদীতে ঝাঁপ দেন ওই যুবক। এর এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর একপাশে কয়েকজন ব্যক্তি মাছ ধরছিলেন। শুরুতে তারা ভেবেছিলেন কেউ গোসল করতে নেমেছেন। কিন্তু কিছুক্ষণ পর এক ব্যক্তি দূর থেকে দেখতে পান, একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছেন। তখন তিনি দৌড়ে এসে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ফায়ার সার্ভিসের কর্মী নুর আলম সিদ্দিকী জানান, ‘খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় ১০ মিনিটের চেষ্টায় মরদেহটি উদ্ধার করি। নিহত যুবকের পরনে প্যান্ট ও শার্ট ছিল। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।’
তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই যুবককে রেলসেতু থেকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।