ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ডিজিটাল নিরাপত্তায় নতুন কাঠামো গঠন করা হয়েছে: তৈয়্যব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৬:৪১ পিএম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি- সংগৃহীত

ডিজিটাল তথ্যের নিরাপত্তা এবং নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার একটি শক্তিশালী ও কারিগরি কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার (১২ অক্টোবর) আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় তিনি এই কথা বলেন। 

ফয়েজ আহমদ বলেন, তথ্যের অপব্যবহার প্রতিরোধে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে একটি সমন্বিত সাইবার গভর্ন্যান্স কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামো দেশের ডিজিটাল নিরাপত্তাকে নতুন উচ্চতায় উন্নীত করবে।

তিনি বলেন, নতুন আইনগুলো শুধু প্রশাসনিক কাঠামো নয়, বরং কারিগরি ও জ্ঞানভিত্তিক নিরাপত্তার ভিত্তিও তৈরি করবে। তিনি উল্লেখ করেন, ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নের ১৪টি দেশ যে তথ্য সুরক্ষা কাঠামো গড়ে তুলেছিল, তার প্রক্রিয়ায় বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল। কিন্তু এখন নিজস্ব সক্ষমতায় একটি পূর্ণাঙ্গ সাইবার ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, নতুন অধ্যাদেশগুলোতে প্ল্যাটফর্ম দায়বদ্ধতা, তথ্যের মালিকানা ও সংরক্ষণে সরকারি নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ প্রতিরোধে কর্তৃপক্ষের ক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নাগরিকের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহার না করতে এবং তথ্যের মালিকানা নাগরিকদের কাছে রাখতে এই কাঠামো গড়ে তোলা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিয়ে কোনো প্রশ্ন থাকলে যাচাই করে সংবাদ প্রকাশ করতে। নতুন আইন বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়ে ডেটা ম্যানেজমেন্ট ও সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের প্রস্তুতিও চলছে।

এর আগে, গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে।