ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সেই পুরোনো শাকিবই ফিরলেন ‘সোলজার’-এ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৬:৩২ পিএম
সোলজার ও ওরা দালাল সিনেমায় শাকিব। ছবি- সংগৃহীত

সময় যেন শাকিব খানের কাছে থেমে গেছে! ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় এই তারকা আবারও দর্শকদের চমকে দিয়েছেন নতুন রূপে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রকাশিত তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর ফার্স্ট লুক দেখেই নেটিজেনরা নস্টালজিয়ায় ভেসে গেছেন। কারণ, এই গোঁফওয়ালা শাকিবকে দেখে অনেকে ফিরে গেছেন ঠিক ২২ বছর আগের সেই সময়টিতে- যখন তিনি হাজির হয়েছিলেন উত্তম আকাশ পরিচালিত ‘ওরা দালাল’ (২০০৩) সিনেমায়।

‘সোলজার’, না কি ‘ওরা দালাল’

‘ওরা দালাল’-এ শাকিবের লুক ছিল ন্যাচারাল, আত্মবিশ্বাসে ভরা- চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে হালকা গোঁফ, মুখে দৃঢ়তা। ঠিক সেই ভাবমূর্তিই যেন হুবহু ফিরে এসেছে ‘সোলজার’-এর পোস্টারে। নতুন ছবির লুকে দেখা যাচ্ছে ঠোঁটের ওপরে মোটা গোঁফ, ঘর্মাক্ত মুখ, তীক্ষ্ণ দৃষ্টি আর রহস্যময় হাসি। এই এক ঝলকেই ভক্তরা খুঁজে পেয়েছেন আগের সেই তরুণ, আবেগী শাকিব খানকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ‘আগে ও পরে’ ছবির ঝড়। অনেকে পাশাপাশি রেখেছেন ‘ওরা দালাল’-এর স্থিরচিত্র আর ‘সোলজার’-এর পোস্টার। কেউ লিখেছেন, ‘সময় যেন শাকিব খানের ওপর কাজই করে না!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘বয়স একটা সংখ্যা মাত্র, শাকিবই তার জীবন্ত প্রমাণ।’

রণবীর কাপুর সঙ্গে ‘টাইম ট্রাভেল’

লুক প্রকাশের পর কেউ কেউ পোস্টারের শাকিবকে বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে তুলনা করেছেন। তবে শাকিব ভক্তরা বলছেন, এটি কোনো অনুকরণ নয়, বরং ২২ বছর আগের ‘ওরা দালাল’-এর সুলতান চরিত্রের পুনর্জন্ম। তাঁদের মতে, ‘রণবীর নয়, শাকিবই নিজের অতীতকে ফিরিয়ে এনেছেন বর্তমানের পর্দায়।’

‘ওরা দালাল’-এর গল্পে শাকিব ছিলেন এক দেশপ্রেমিক সাংবাদিক- অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সাহসী ও নীতিনিষ্ঠ। ‘সোলজার’-এও দেশপ্রেমই মূল উপজীব্য, যা ভক্তদের মনে সেই পুরোনো আবেগ ফিরিয়ে এনেছে।

‘তামিল লুক’ থেকে ভিন্ন পথে

ঢাকাই সিনেমায় সাম্প্রতিক বছরগুলোতে নায়কদের মধ্যে তামিল-স্টাইল দাড়ি ও ভারী চুলের লুক ছিল বেশ জনপ্রিয়। কিন্তু ‘সোলজার’-এ শাকিব খান ফিরেছেন ক্লিনসেভ ও গোঁফে সাজানো এক নতুন অবয়বে- যা অনেকের কাছে যেন স্বস্তির এক বাতাস। কেউ কেউ লিখেছেন, ‘এটা শাকিব খানের রিয়েল সোলজার লুক- শান্ত অথচ শক্ত।’

দেশপ্রেমে ভরপুর গল্প

‘সোলজার’ সিনেমার পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, গল্পটির মূল প্রেরণা দেশপ্রেম। শাকিব খানকে দেখা যাবে একজন সরকারি কর্মকর্তার চরিত্রে, যিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উঠে আসবেন।

পরিচালকের ভাষায়,  ‘আমরা এমন এক গল্প বলতে চেয়েছি, যা দেশের মানুষের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিফলন ঘটাবে। দর্শক যেন সিনেমা দেখে অনুপ্রাণিত হয়, দেশকে ভালোবাসার তাগিদ অনুভব করে- সেই চেষ্টাই করেছি।’

এই ভাবনা অনেকটা মিলে যায় ২০০৩ সালের ‘ওরা দালাল’-এর সুলতান চরিত্রের সঙ্গেও, যেখানে দেশপ্রেমই ছিল গল্পের মূলে।

শাকিব খানের সিনেমা ঘিরে নকল বা অনুকরণের আলোচনা নতুন নয়। এর আগে ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’সহ একাধিক ছবির পোস্টার বা টিজার নিয়েও এমন বিতর্ক তৈরি হয়েছিল। তবে এবার কোনো মন্তব্য করেননি শাকিব খান। পরিচালক সাকিব ফাহাদও বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘দর্শক সিনেমা দেখলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

এদিকে ‘সোলজার’ ‍সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন তানজিন তিশা। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাকিন আবসার। বর্তমানে চলছে সিনেমার শুটিং, আর ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।