ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিপিএলে দল পেতে পারে নোয়াখালী ও ময়মনসিংহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৯:০৭ পিএম
ছবি- সংগৃহীত

দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একমাত্র টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুন রূপে ফিরছে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারিতে শুরু হতে যাওয়া এবারের বিপিএল আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে।

গত মৌসুমে ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছিল, তবে এবার নতুন করে কার্যক্রম শুরু করতে হচ্ছে। কারণ, আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ৩ বছরের চুক্তি শেষ হয়েছে। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের হাত ধরে বিপিএলের নতুন অধ্যায় শুরু করতে চলেছে।

শনিবার (১১ অক্টোবর) বিসিবি ঘোষণা করেছে, স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও উদ্যোক্তাদের Expressions of Interest (EOI) আহ্বান করা হয়েছে।

নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে বিপিএলের ১২তম থেকে ১৬তম আসর পর্যন্ত পাঁচ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি অধিকার দেওয়া হবে।

বিসিবি প্রকাশ করেছে মোট দশটি সম্ভাব্য অঞ্চল: বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। তার মধ্যে অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অনুমোদিত হবে।

নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সক্ষমতা, সুনাম এবং লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে কৌশলগত সামঞ্জস্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

এতে করে নোয়াখালী ও ময়মনসিংহের নাম উঠে আসায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মাঝে। কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে ও শর্ত পূরণ করতে পারলে প্রথমবারের মতো নোয়াখালী কিংবা ময়মনসিংহ দল দেখা যেতে পারে এবারের বিপিএলে।