তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের দেওয়া মাত্র ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়েছে বাংলাদেশ।
ব্যাট হাতে দলীয় শূন্য রানেই সাজঘরে ফেরে তানজিদ হাসান তামিম। তামিম ফেরার পর দ্বিতীয় উইকেটে কিছুটা রান আসলেও দলীয় ২৫ রানের মাথায় আবারও উইকেট হারিয়ে বসে টাইগাররা।
২৫ রানে ২ উইকেট হারিয়ে কিছুট চাপে পড়লে দলকে ব্যাট হাতে এগিয়ে নিতে গিয়ে ব্যর্থ হয় আরেক টাইগার ওপেনার সাইফ হাসান, দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ২৩ বলে ২২ রান করে আজমতউল্লাহর বলে আউট হয়ে সাজঘরে ফেরে সাইফ।
সাইফের ফেরার পর মাত্র ১০ রান যোগ করে মিরাজের উইকেট হারায় বাংলাদেশ। ৫০ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২.১ ওভারে ৫৯ রান। ৮ বলে ৭ রানে ব্যাট করছে জাকের আলী এবং ২১ বলে ১১ রানে খেলছে তাওহীদ হৃদয়।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ইবরাহিম জাদরানের ৯৫ রানের উপর ভর করে ১৯০ রান সংগ্রহ করে আফগানরা।
ব্যাট হাতে আফগানদের হয়ে ১১ বলে ১১ রান করে রহমানউল্লাহ গুরবাজ, ৩০ বলে ২২ রান করে মোহাম্মদ নবী, ১৮ বলে ২২ রান করে এএম গাজানফার এবং ১৪০ বলে ৯৫ রান সংগ্রহ করে ইবরাহিম জাদরান।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেয় মেহেদী হাসান মিরাজ, ২টি করে উইকেট নেয় রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।