একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস রচনা করে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া। নতুন ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে নেমে জয়লাভ করেছে নামিবিয়া।
আজ শনিবার (১১ অক্টোবর) আগে ব্যাট করে ১৩৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। এদিন ধীর গতির পিচ ও স্লাগিশ আউটফিল্ডে ব্যাটিং দুই দলের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এদিন ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতে বড় ধাক্কা খায়। নিয়মিত উইকেট হারিয়ে দলীয় ৮২ রান তুলতেই সাজঘরে ফেরে ৬ ব্যাটার। শেষদিকে জেসন স্মিথ ও বিয়র্ন ফরচুইনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার খেলে টেনেটুনে ১৩৪ রান করে আফ্রিকা।
১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু হয় নামিবিয়া, প্রথম উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে যোগ হয় ২২ রান। ব্যাটিং পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে নামিবিয়া তুলে নেয় ৪৬ রান।
মাঝের ওভারে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে নামিবিয়া, দলীয় ১৬.৩ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১০১ রান। জয়ের জন্য তখন প্রয়োজন ২১ বলে ৩৪ রান, হাতে আছে ৪ উইকেট।
এমন চাপ থেক নামিবিয়াকে ব্যাট হাতে একাই জয়ের পথে নিয়ে যায় গ্রিন, রুবেন টাম্পেলম্যাকে সাথে নিয়ে তার জুটিতে শেষ ৬ বলে জয়ের জন্য দরকার হয় ১১ রান। ১৯.১ ওভারের প্রথম বলেই ছক্কা মেরে জয়ের পথ সহজ করে তুলে নামিবিয়া। শেষ পর্যন্ত ২০তম ওভারের শেষ বলে জিততে লাগে ১ রান।
শেষ বলে চার মারে দলের জয় নিশ্চিত করে জেন গ্রিন। তার অপরাজিত ২৩ বলে ৩০ রানের উপর ভর করে ৪ উইকেটের জয়ে উতিহাস রচনা করে নামিবিয়া।
ব্যাট হাতে নামিবিয়ার হয়ে, ২৩ বলে ৩০ রান করে জেন গ্রিন, ২১ বলে ২১ রান করে গেরহার্ড ইরাসমাস এবং ৮ বলে ১১ রান করে টাম্পেলম্যান।
বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ১১ রান করে ম্যাচসেরার পুরষ্কার জিতে নামিবিয়ার পেসার রুবেন টাম্পেলম্যান।