নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫–এর সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইসিসি জানিয়েছে, প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর গৌহাটিতে। তবে পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে পারে, তাহলে ম্যাচটি সরিয়ে নেওয়া হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।
সে ক্ষেত্রে গৌহাটির টিকিটধারীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা এখন বেশ কম, কারণ তারা টানা তিন ম্যাচে হেরেছে—যার একটি ছিল বাংলাদেশের বিপক্ষে।
জানা গেছে, গুগল পে ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ সুবিধা—সাধারণ বিক্রি শুরুর আগে দুই দিনের এক্সক্লুসিভ ‘প্রি-সেল উইন্ডো’। অর্থাৎ, তারা ১৩ অক্টোবর সন্ধ্যা ৭টা পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে টিকিট কিনতে পারবেন।
প্রথম সেমিফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ রুপি, আর দ্বিতীয় সেমিফাইনাল (ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, নবি মুম্বাই) এর টিকিটের দাম ১৫০ রুপি। নারীদের ক্রিকেটে নবি মুম্বাই স্টেডিয়াম সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক দর্শক সমাগমের সাক্ষী হয়েছে।
এর আগে ভারতের ম্যাচগুলোর টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ১২ অক্টোবর বিশাখাপত্তনমে ভারত–অস্ট্রেলিয়া এবং ১৯ অক্টোবর ইন্দোরে ভারত–ইংল্যান্ড ম্যাচের টিকিট ইতোমধ্যেই ‘সোল্ড আউট’।
২৩ অক্টোবর ভারত–নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর ভারত–বাংলাদেশ ম্যাচের টিকিটও বিক্রির শেষ পর্যায়ে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই রেকর্ড দর্শক উপস্থিতি ছিল ২২ হাজার ৮৪৩ জন, যা কোনো নারী ক্রিকেট বিশ্বকাপের লিগপর্বের ম্যাচে সর্বোচ্চ।
এর আগে সর্বাধিক দর্শক রেকর্ড ছিল গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে, যেখানে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৩৫ জন দর্শক।