ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব’ অনুষ্ঠিত হবে। এর আগে অনুষ্ঠানটি আয়োজনে অনুমতি দেওয়া হয়েছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করেছে। গতকাল শনিবার চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। একইসঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের সব প্রতিষ্ঠানকে দেশের শিল্প, সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহ দেওয়াসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য চারুকলার প্রাঙ্গণ (বকুলতলা) ব্যবহারের অনুমতি দিয়ে থাকে অনুষদ কর্তৃপক্ষ।
এতে বলা হয়, সেই রীতি অনুযায়ী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য চারুকলা অনুষদের বকুলতলা ব্যবহারের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে উৎসব পালনের অনুমতি দেওয়া হয়। কিন্তু গত ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চারুকলা অনুষদে জমা দেয়। অভিযোগে বলা হয়, আয়োজক কর্তৃপক্ষের মধ্যে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত ব্যক্তিরা রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে বিভিন্ন বিতর্কিত কর্মকা-ের অভিযোগ, ছবি ও তথ্য চারুকলা কর্তৃপক্ষের কাছে আসে। এ পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১১টায় চারুকলা অনুষদ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের বিষয়ে অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব আয়োজনের অনুমতির জন্য আবেদন করার সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকা- পর্যালোচনা শেষে শরৎ উৎসব ১৪৩২-এর জন্য দেওয়া অনুমতি বাতিল করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেহেতু দেশের ঋতুভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ ধারণ করে আসছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এবং সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব অনুষ্ঠিত হবে।