ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কেন্দ্রীয় ব্যাংক ও প্রাইম ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০১:৩৯ এএম

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমই অ্যান্ড এসপিডি, বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম নাজিম এ চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রাইম ব্যাংক পিএলসি।