বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ‘চোখের যতœ নিন, দৃষ্টি রক্ষা করুন’ প্রতিপাদ্যে যশোরের বেনাপোলে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইটসেভার্সের সহযোগিতায় দিনব্যাপী চলে চক্ষু চিকিৎসা। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্পে ৬টি বুথ বসিয়ে এই সেবা দেওয়া হয়।
বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ ক্যাম্পে বেনাপোল এবং আশপাশের এলাকা থেকে শত শত নানা বয়সের নারী-পুরুষ ভিড় জমায়। চক্ষু পরীক্ষায় যেসব রোগীর চোখে লেন্স সংযোজন করতে হবে, তাদের যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাকি রোগীদেরকে কারো কারো ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও চশমা দেওয়া হয়। ব্যবস্থাপত্রের সঙ্গে প্রতি রোগীকে একটি চক্ষু সুরক্ষাজনিত নির্দেশিকা প্রদান করা হয়েছে।