ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মিলনমেলা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:১১ এএম

নড়াইলের সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের পুরোনো বাস টার্মিনাল এলাকায় একটি গেস্ট হাউসে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, এম মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী,  সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মন্নু, কার্ত্তিক দাস, খায়রুল আরেফিন রানা, মো. তাহের আলী, আব্দুল কাদেরসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মিলনমেলায় সাংবাদিকরা উৎসবমুখর পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।