বগুড়ার দুপচাঁচিয়া জুলাই পুনর্দৃষ্টি, আত্মত্যাগ ও অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা ও শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, জুলাই কন্যা ও জুলাই মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে মডেল মসজিদ হলরুমে ভয়েস অব জুলাই দুপচাঁচিয়া শাখার সদস্যসচিব আদিল আহম্মেদের সভাপতিত্বে ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাওছার আহম্মেদ বিলাসের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, মুখ্য আলোচকের বক্তব্য দেন জেলা পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাতিজা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন প্রমুখ।