জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দ্বিতীয় আসরের ফাইনাল আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মঞ্চে মুখোমুখি হবে খুলনা ও রংপুর বিভাগ। বিকেল ৫টায় শুরু হবে দুই দলের ফাইনাল ম্যাচ। গত বছর সিলেটে অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসর বেশ সাড়া ফেলেছিল। এই সাফল্যের পর গত ১৪ সেপ্টেম্বর থেকে আবার মাঠে গড়ায় টুর্নামেন্টের দ্বিতীয় আসর। প্রথমে তিনটি ভেন্যুতে খেলার সূচি করা হলেও বৈরী আবহাওয়ার কারণে টুর্নামেন্ট কয়েক দিন স্থগিত ছিল। এরপর সিলেটের মাঠে আবার শুরু হয় এনসিএল টি-টোয়েন্টি।
সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। আর গত শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে চট্টগ্রাম। চট্টলার দলটিকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ১১ রান করে আউট হন মুমিনুল হক। উইকেটে সেট হয়ে ২৭ বলে ২৮ রানে থামেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ৪ নম্বরে নেমে ৭ রানের বেশি করতে পারেননি শাহাদাত হোসেন। এতে ১২তম ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। এরপর রংপুরের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলি। শেষ ৫১ বল খেলে অবিচ্ছিন্ন ৮৮ রান যোগ করে চট্টগ্রামকে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ এনে দেন সাদিকুর ও ইয়াসির। মারমুখী ব্যাটিংয়ে ২৭ বলে অপরাজিত ৫৩ রান করেন ইয়াসির। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিল।
৪৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন সাদিকুর। এনামুল ও আলাউদ্দিন বাবু ১টি করে উইকেট নেন। ১৬৮ রান তাড়া করতে নেমে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংসে শুভসূচনা করে রংপুর। ওপেনার জাহিদ জাভেদ ৩৫ রানে আউট হলে প্রথম উইকেট হারায় রংপুর। তবে আরেক ওপেনার নাসির হোসেন হাফ সেঞ্চুরির স্বাদ পান। দলীয় ১১৮ রানে আউট হন নাসির। ৪টি চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৫৪ রান করেন তিনি। মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলির ১টি চার ও ৩ ছক্কায় ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে জয়ের পথ সহজ হয় রংপুরের। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার মেরে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। চট্টগ্রামের হাসান মুরাদ ও মুমিনুল দুটি করে উইকেট নেন। ম্যাচ-সেরা হন নাসির।