ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কোরিয়ায় ব্রাজিলের গোলোৎসব

বিশ্বকাপ মনে করে খেলেছি: রদ্রিগো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:২৪ এএম

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ায় খেলতে গিয়ে বাজিমাত করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক কোরিয়াকে। এই ম্যাচে জোড়া গোল করেছেন রদ্রিগো। সাত মাস পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স করে ম্যাচ-সেরা হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। জাতীয় দলে ফেরার ম্যাচে জোড়া গোল করে রদ্রিগো বললেন, ‘বিশ^কাপ মনে করে খেলেছি।’ আগের চার ম্যাচে ব্রাজলি স্কোয়াডেই জায়গা পাননি। এবার সুযোগ পেয়েই জ¦লে উঠলেন রদ্রিগো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজের পারফরম্যান্সে খুবই উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান উইঙ্গার জানালেন, প্রীতি ম্যাচকে বিশ^কাপের মঞ্চ হিসেবে ধরে নিয়েছেন তিনি। সিউলে শুক্রবার প্রীতি ম্যাচে সবগুলো গোলই করেছেন ব্রাজিলের আক্রমণভাগের তিন ফুটবলার। রদ্রিগো ও এস্তেভোঁ ২টি করে, ভিনিসিউস জুনিয়র ১টি।

এর আগে রদ্রিগো সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন গত মার্চে, বিশ^কাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচে। জুন ও সেপ্টেম্বরে চার ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি। ক্লাব রিয়াল মাদ্রিদেও তার জায়গা এখন নড়বড়ে। এই মৌসুমে লা লিগায় শুরুর একাদশে জায়গা পেয়েছেন কেবল দুটি ম্যাচে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর ২৪ বছর বয়সি রদ্রিগো জানালেন, নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। রদ্রিগো বলেন, ‘কিছুটা সময় জাতীয় দলের বাইরে ছিলাম আমি এবং সত্যিই (দলে না থাকাটা) অনুভব করেছি। এ দুটি প্রীতি ম্যাচকে বিশ্বকাপের মতো নিয়েছি। সবকিছু ঠিকঠাক হয়েছে। আমার গোল পাওয়ার চেয়েও দলের পারফরম্যান্সে খুশি আমি, দল উন্নতি করছে। বিশ্বকাপের জন্য সঠিক পথে এগিয়ে যাচ্ছি আমরা।’ এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।