ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মরদেহ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:১৩ এএম

চট্টগ্রামের কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে মো. সোহেল (৩০) নামে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে। তিনি ডকে তোলা একটি জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ দেখে আপাতত আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।