নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশনের ‘শিশু নোবেল’খ্যাত আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে কিশোরগঞ্জের ১৭ বছর বয়সী সমাজসেবক মাহবুব আল হাসান। শিশু অধিকার, পরিবেশ ও জলবায়ু রক্ষায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
মাহবুব আল হাসান কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার আব্দুল্লাহ আল হাসানের ছেলে। তিনি শহরের হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
তিনি তিন বছর আগে ‘দ্য চেইঞ্জ বাংলাদেশ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির উদ্যোগে অসুস্থ শিশুদের রক্তের জন্য চালু করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘ব্লাড খুঁজি’। এছাড়া শিশুস্বাস্থ্য ও জলবায়ু সচেতনতা তৈরি, গাছের চারা রোপণ, প্রান্তিক শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং হাওরের অবহেলিত শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে মাহবুব।
কিডসরাইটস ফাউন্ডেশন ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে শিশু অধিকার রক্ষায় কাজ করছে। সংস্থা শিশুদের উদ্দীপনা, গবেষণা ও কার্যক্রমের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করে থাকে। মনোনয়ন প্রক্রিয়ায় আবেদনগুলো যাচাই-বাছাই করে সংস্থাটি প্রতিযোগিতার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে।
মনোনয়ন পাওয়ার পর মাহবুব আল হাসান বলেন, ‘এই মনোনয়ন আমাকে শিশুদের প্রতি এবং দেশের প্রতি আরও দায়বদ্ধ করেছে। কাজের প্রতি আগ্রহও বহুগুণ বেড়ে গেছে।’
হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক জানিয়েছেন, মাহবুবের মনোনয়নের খবর শোনার পর পুরো মাদ্রাসা পরিবার উচ্ছ্বসিত।
মাহবুব আল হাসান আরও জানায়, গত মে মাসে তার কাজের যাবতীয় তথ্যপ্রমাণসহ পুরস্কারের জন্য আবেদন করেছিলেন। ৯ অক্টোবর কিডসরাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইটে মনোনয়নের খবর প্রকাশিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ জানিয়েছেন, যেহেতু এটি স্বতন্ত্রভাবে প্রদত্ত আন্তর্জাতিক পুরস্কার, তাই প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।