ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান খন্দকার মুক্তাদিরের

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৬:৫০ পিএম
বৃহত্তর সাধুরবাজার নাগরিক কমিটির সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির । ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। আজ দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি ন্যায়ের রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিএনপি কাজ করছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে সিলেট নগরীর ২৬ নং ওয়ার্ডের সাধুরবাজার এলাকায় বৃহত্তর সাধুরবাজার নাগরিক কমিটির সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও এলাকার প্রবীণ নেতা ডা. এম এ হক। সভাটি সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ২৬ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ। ও সালেহ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র সহ-সভাপতি ডা. নজমুল ইসলাম, সহসভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল আহমদ মোরশেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আকতার রশিদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির সদস্য সৈয়দ মকবুল হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুস সাত্তার মামুন, ২৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ বাদশা, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ইসাক আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন অনিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বী জসীম উদ্দীন, জালাল আহমদ, শহীদ আহমদ, শাহ আলম, বদর আহমদ, কাজল মিয়া, ইসাক আহমদ নুরু, নবী ঝন্টু, হাসান আহমদ, কামাল আহমদ, নাসির আহমদ, মেহেদী হাসান, আজাদ আহমদ, সুমন আহমদ, শাহিন মিয়া, এনাম আহমদ, লায়েক আহমদ, সোহেল আহমদ, ঝুমুর হোসেন প্রমুখ।