ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ। অভিনয়ে স্বাভাবিকতা, সংলাপ প্রদানে গভীরতা এবং চরিত্রে প্রাণ সঞ্চারের দক্ষতার জন্য তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। শুধু অভিনয় নয়, সামাজিক ইস্যুতেও তিনি সচেতন, নিজের মতামত সাহসের সঙ্গে প্রকাশ করেন, যা তাকে একজন চিন্তাশীল শিল্পী হিসেবে আলাদা করে তোলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে।
পোস্টে পার্থ শেখ লেখেন, ‘যে সরকার মেইন রোডে ব্যাটারি চালিত অটোরিকশা কন্ট্রোল করতে পারে না, তাদের আসলে দেশ চালানো উচিত না। রাস্তায় যত এক্সিডেন্ট ঘটছে তার বেশিরভাগই এসব অটোরিকশার কারণেই। তারা কেউ স্কিল্ড চালক না, লেন মেইনটেইন করার ধারণাই তাদের নেই। রিকশা চলুক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু সেটা মেইন রোডে চলা উচিত না।’
তিনি আরও লেখেন, ‘দুই দিন পর এক্সপ্রেসওয়েতে রিকশা দেখলে অবাক হব না। তাই যদি মেইন রোডে অটোরিকশা চলতেই থাকে, তাহলে অন্য গাড়ির ট্যাক্স প্রদান করা অনৈতিক।’
এই মন্তব্যটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, কেউ বলছে, ‘জীবনটা শেষ করে দিচ্ছে’। আবার কেউ লিখেছেন, ‘ফ্লাইওভারে উঠে যাচ্ছে, আজকে দেখলাম ১০-১২ টা রিকশা’। আরেকজন লিখেছেন, ‘এলিভেটেড এক্সপ্রেসে উঠে না, কিন্তু টঙ্গী-গাজীপুর এক্সপ্রেসে উঠে, আমি কয়েকদিন ওভারটেক করেছি’। তবে সবাই একমত যে, পার্থ শেখ সাহসিকতার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন।
পার্থ শেখ অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও নিজের অবস্থান জানাতে দ্বিধা করেন না। তার এই স্ট্যাটাসে দর্শক-অনুরাগীদের মন্তব্যে মিলেছে প্রশংসা।
এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন।