ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মারা গেলেন কিংবদন্তি পাক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৩৯ পিএম
সাবেক তারকা ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। ছবি- সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম দিককার তারকা এবং বিখ্যাত 'মোহাম্মদ ব্রাদার্স'-এর জ্যেষ্ঠ সদস্য ওয়াজির মোহাম্মদ ৯৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

পাকিস্তানের ক্রিকেটকে বিশ্ব মঞ্চে পরিচিত করে তোলার পেছনে ওয়াজির মোহাম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৫০ থেকে ১৯৬০-এর দশকে পাকিস্তান ক্রিকেটের উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশের জার্সিতে তিনি ২০টি টেস্ট ম্যাচ খেলেন এবং ২৭.৬২ ব্যাটিং গড়ে মোট ৮০১ রান করেন। এর মধ্যে দুটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে।

ওয়াজির মোহাম্মদ ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৯ রানের ঐতিহাসিক ইনিংসের জন্য সুপরিচিত হানিফ মোহাম্মদের বড় ভাই। এই মোহাম্মদ ভাইদের গল্প ক্রিকেট ইতিহাসে কিংবদন্তির অংশ হয়ে আছে।

ওয়াজির, হানিফ ছাড়াও মুশতাক মোহাম্মদ এবং সাদিক মোহাম্মদ—চার ভাই-ই পাকিস্তানের টেস্ট দলের হয়ে খেলেছেন, যা ক্রিকেট বিশ্বে এক বিরল ঘটনা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি। এক শোকবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে ওয়াজির মোহাম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি।’