নানা নাটকীয়তার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যদিও দায়িত্বরত অবস্থায় মাউশির ডিজি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর অধ্যাপক আজাদ খান নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক আজাদ খানকে মাউশিতেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার কথা জানানো হয়। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে নানা ইস্যুকে কেন্দ্র করে অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়। এরই মধ্যে গত ৬ অক্টোবর আজাদ খান দায়িত্বে থাকা অবস্থায় এই পদে নিয়োগ দিতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে (সশরীর) আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।
শিক্ষা মন্ত্রণালয়ের এক নজিরবিহীন পদক্ষেপের পর পরদিন অধ্যাপক আজাদ খান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি অব্যাহতি চেয়ে আবেদন করেন। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে মাউশির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।