ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

এশিয়ান কাপ বাছাই

জর্ডানে শেষের দুঃখ অনূর্ধ্ব-১৭ নারী দলের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:৩৯ এএম

কদিন আগে জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ। সিনিয়র পুরুষ দলের মতো এবার শেষের দুঃখ হয়ে থাকল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের জর্ডান ম্যাচটিও। শেষ মুহূর্তের হতাশায় পড়ে মেয়েরা। নির্ধারিত সময়ের মাত্র এক মিনিটের খেলা বাকি ছিল। এরপর যোগ করা সময় ঠেকিয়ে রাখলেই জয় নিশ্চিত ছিল! কিন্তু সেই অল্প সময়েই গোল হজম করে ম্যাচ হারল বাংলাদেশের মেয়েরা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে কোচ সাইফুল বারী টিটুর দল।

গত সোমবার রাতে জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মামুনি চাকমার নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণে লেগে দিক পাল্টে গোলমুখে চলে আসে, সেখান থেকে দারুণ হেডে বল জালে জড়ান সুরভী আকন্দ প্রীতি। অভিজ্ঞ গোলকিপার রিনাতা আল বাদায়নিকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন জাতীয় দলের এ তরুণ ফরোয়ার্ড। এই প্রীতি সাম্প্রতিক সময়টায় দুর্দান্ত ফর্মে আছেন। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা প্রস্তুতি ম্যাচেও করেছিলেন একটি গোল। প্রথমার্ধে আধিপত্য ছিল বাংলাদেশ দলেরই। মামুনি চাকমা, আলপি আক্তার ও থুইনুইয়ে মারমাদের পাসিং ফুটবলে দারুণ ছন্দ ছিল। কর্নার ও ফ্রি-কিক থেকে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেন তারা। বিরতিতে ১-০ গোলে এগিয়ে থেকেই যায় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলেছিল বাংলাদেশ। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি মামুনি-অর্পিতারা। উল্টো ৮৯ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে দলটি। মাঝমাঠ থেকে উড়ে আসা বল ডিফেন্ড করতে গিয়ে বল তুলে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। সুযোগটা কাজে লাগান জর্ডানের ফরোয়ার্ড মিরা জাররা। দারুণ ভলিতে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানীর মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় ম্যাচ। জয় হাতছাড়া হলেও খেলার মান, ছন্দ ও আত্মবিশ্বাসে কোচ সাইফুল বারীর দল দেখিয়েছে উন্নতির ছাপ। ‘এইচ’ গ্রুপে সেরা হতে পারলে মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা। আগামী এপ্রিলে চীনে হবে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল আসর। সেখানে আয়োজক চীনসহ আগের আসরের শীর্ষ তিন দল উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে। বাকি আটটি দল উঠবে বাছাইপর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে।