ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলা নিয়ে শঙ্কা

ফেরার অপেক্ষা বাড়ল লিটনের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:২৮ এএম

এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরির কারণে এশিয়া কাপের বাকি ম্যাচে খেলতে পারেননি এই উইকেটরক্ষক ও ব্যাটার। এরপর আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়েন লিটন। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে পুনবার্সন প্রক্রিয়ার মধ্যে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে ইনজুরি কাটিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজেও ফেরা হচ্ছে না লিটনের। এ সিরিজ তার খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে জানা যায়, লিটনের মাংস পেশির চোট সেরেছে। আবার এমআরআই করানো হবে। পুর্নবাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ এটি। পুনর্বাসন কতটুকু কোন অবস্থায় আছে, মূলত সেটি জানার জন্য এমআরআই করানো হবে তাকে। লিটনের ইনজুরি প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘নির্বাচকদের কাছে আমরা তার (লিটনের) বিষয়ে প্রতিবেদন দেব। লিটন এখনো ব্যাটিং শুরু করেনি। কয়েকটি রানিং সেশন হয়েছে। এমন সেশন আরও কয়েকটি হবে। তারপর ফিটনেস ট্রেনার রিপোর্ট দেবেন। এমআরআই রিপোর্টে কী আসে, সেটাও দেখতে হবে।’

গতকাল শেষ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এ সিরিজ শেষ না হতেই আগামী ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। যেহেতু এখনো ব্যাটিং অনুশীলন শুরু করতে পারেননি লিটন, সে ক্ষেত্রে ক্যারিবিয়ানদের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড এখনো ঘোষণা করেননি নির্বাচকরা। তবে লিটন যে থাকছেন না দলে, সেটি ধরেই নেওয়া যায়। তবে ওয়ানডে সিরিজে না খেললেও টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন লিটন। কেননা ওয়ানডে সিরিজে না খেললে, সে সময় ব্যাটিং অনুশীলনে নিজেকে প্রস্তুত করতে পারবেন তিনি। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না লিটনের।

গত আটটি ওয়ানডে ইনিংসে তার মোট রান ১৩! এ ইনিংসেও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি। তার ব্যাট থেকে সবশেষ ফিফটি এসেছিল ২০২৩ বিশ^কাপে। অবশ্য লিটনের মতো ওয়ানডে দলের অন্য বেশির ভাগ ব্যাটারের অবস্থাও ভালো নয়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধুঁকেছে দলের ব্যাটিং। প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার কারণে খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে কেউই দায়িত্ব নিতে পারেননি। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার- সব জায়গায় ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা। আফগানিস্তানের বিপক্ষে ভুলে যাওয়ার মতো সিরিজ শেষে আজ বুধবার বিকেলে এবং রাতে দুই ভাগে ঢাকায় ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ দলও এই দিনে ঢাকায় আসবে দুটি ভিন্ন ফ্লাইটে। তারা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে হবে। এ তিনটি ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।