ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ, ১-০ গোলে এগিয়ে হংকং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:১৩ পিএম
বাংলাদেশ ও হংকং। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়ল বাংলাদেশ। ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার কানায় কানায় পূর্ণ হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন বাংলাদেশের ফুটবলাররা।

প্রতিকূল পরিবেশে হাভিয়ের কাবরেরার দলের রক্ষণাত্মক কৌশল সত্ত্বেও, রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

মঙ্গলবার শুরু থেকেই ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। অ্যাওয়ে ম্যাচে কৌশলগত কারণে তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ কাবরেরা। মূল একাদশে ছিলেন জায়ান আহমেদ, শমিত শোম এবং তপু বর্মণ।

তবে দলে ছিলেন না ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকেও রাখা হয়নি শুরুর একাদশে।

পুরো প্রথমার্ধে বাংলাদেশ মূলত ৫-৪-১ ছকে রক্ষণ সামলে খেলার চেষ্টা করেছে। তবে পাল্টা আক্রমণে রাকিব হোসেনের সঙ্গে মোরসালিন যুক্ত হয়েও হংকংয়ের সীমানায় সুবিধা করতে পারেনি।

অন্যদিকে, স্বাগতিক দল দেখে শুনে খেলে বেশ কয়েকটি আক্রমণ গড়ে তোলে।

ম্যাচের ২২ মিনিটে সুযোগ আসে বাংলাদেশের। বল নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া শমিত শোমকে পেছন থেকে টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের সামান্য ওপর থেকে পাওয়া ফ্রি-কিকটি হামজা চৌধুরী নিলেও তা রক্ষণ দেয়ালে লেগে প্রতিহত হয়।

তবে ম্যাচের ৩৩ মিনিটে বড় ভুল করে বসে বাংলাদেশের রক্ষণভাগ। ফেরনান্দো পেরেরাকে বক্সের মধ্যে ফেলে দিলে জাপানি রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।

স্পটকিক থেকে ম্যাট অর ঠাণ্ডা মাথায় গোলকিপারের বিপরীত দিক দিয়ে বল জালে জড়ান, যার ফলে ১-০ গোলে এগিয়ে যায় হংকং।