ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জে অয়েল মিলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৯:২৪ পিএম
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকায় এ ঘটনা ঘটে। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম ভেজিটেবল অয়েল মিলস লি. নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন, কাঁচপুর ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ জোন থেকে মোট ৫ ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেজর (অব) আশিকুর রহমান জানান, ফ্যাক্টরিতে সাড়ে ৩টার দিকে তেলের প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন, কাঁচপুর ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ জোন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়।

কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।