এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘টেকসই অর্থায়নবিষয়ক সচেতনতামূলক প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের প্রথম বার্ষিক টেকসই প্রতিবেদন-২০২৪ প্রকাশ করা হয়।’ বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী কর্মশালায় প্রধান আলোচক ছিলেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম খোরশেদ আলম অংশগ্রহণ করেন।