ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বালকের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৭:৪৪ পিএম
ঘটনাস্থলে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (১০) নামে এক বালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাসেল মিয়া ওই গ্রামের মো. শামসুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা জিয়াউল হাসান জানান, দুপুরে নিজ বাড়ির আঙিনায় গাছে উঠে সুপারি পাড়ছিল রাসেল। গাছ থেকে নামার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায় সে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ তারের সঙ্গে ঝুলে থাকার পর রাসেল মিয়া নিচে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নন্দাইল মডেল থানার ওসি জালাল উদ্দিন মাহমুদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।