ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সেনাবাহিনীর তিন রেজিমেন্টের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১১:২৭ পিএম
কুচকাওয়াজ অনুষ্ঠিত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫-এর প্রধান কুচকাওয়াজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনীর শীর্ষ কমান্ডসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী ও চট্টগ্রামে আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে নবীন সৈনিকদের আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

একই দিনে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫-এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া।

কুচকাওয়াজে নবীন সৈনিকদের প্রতি দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আহ্বান জানিয়ে প্রধান অতিথিরা বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্যের বাহক। আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নবীন সৈনিকদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’

তারা নবীন সৈনিকদের দেশমাতৃকার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার আহ্বান জানান।

দুই স্থানেই আয়োজিত মনোজ্ঞ কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবির সৈনিক, প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।