চট্টগ্রাম মহানগরীতে একটি বাসা থেকে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রা উদ্ধার করেছে র্যাব। জাল নোটের মধ্যে রয়েছে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও টাকা। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর নগরের বহদ্দারহাটের নুরনগর হাউসিং সোসাইটির একটি বিল্ডিংয়ে অভিযান চালায় র্যাব-৭-এর এক অভিযানিক দল।
র্যাব জানিয়েছে, সিলেটে র্যাবের একটি দল অভিযান চালিয়ে বিপুল জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক তানজীমের দাবি, শুটিংয়ের জন্য তিনি আন্দরকিল্লার একটি ছাপাখানা থেকে এগুলো ছাপিয়েছেন।
তবে র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের নিয়মানুযায়ী টাকা ছাপানোর অনুমতি কারও নেই। অনলাইনের মাধ্যমে এ জাল টাকাগুলো বিক্রি এবং লেনদেন করা হতো।
অভিযান সূত্র জানায়, উদ্ধারকৃত জাল টাকার পরিমাণ ২০ কোটি। নগরের আন্দরকিল্লায় অবস্থিত অঙ্কুর প্রিন্টার্স নামে একটি ছাপাখানা থেকে এসব ছাপানো হতো।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘ইতোমধ্যে যেখান থেকে নোটগুলো ছাপানো হয়েছে সেখানকার দুজনকে হেফাজতে নিয়েছি। আমরা জিজ্ঞাসাবাদ করে দেখছি, আরও কারা এসবের সঙ্গে জড়িত। তদন্ত শেষে আরও বিস্তারিত জানাতে পারব।’