ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে একটি বিপণি বিতাণ ভাঙচুরসহ একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থাপনাটি এলাকায় শিকদার মার্কেট নামে পরিচিত।
রাকিব শিকদার নামে মালিকপক্ষের একজন জানান, গত সোমবার ভোররাত তিনটার দিকে মুখোশ পরিহিত একদল লোক মার্কেটের শাটারগুলো কেটে রেখে যায়। পরে একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের খুঁজে পায়নি।
শিকদার মার্কেটে থাকা একটি দোকানের মালিক মো. নাজিম উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন এই মার্কেটে একাধিকবার হামলা চালিয়ে ক্ষতি করেছে। প্রত্যেকটি হামলায় তিনি চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সোমবার সারা দিন সেই পক্ষটি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিত। পুনরায় ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় তিনি সোমবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিয়েছিলেন। কিন্তু রাত তিনটার দিকে মুখোশধারীরা হামলা ও ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মার্কেটের অপর দোকানি আবুল কাশেম জানান, ঘটনার পর তিনি থানায় ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাকিব শিকদার জানান, ‘নয় শতক জমির ওপর নির্মিত শিকদার মার্কেট। আমাদের জমির সকল কাগজপত্র রয়েছে। কিন্তু প্রতিপক্ষ জুয়েল শিকদার, মাখন শিকদার ও বুলবুল শিকদার জোর করে আমাদের মার্কেট দখল করতে চায়।’
রাকিব শিকদার অভিযোগ করেন, সোমবার শেষ রাতে উল্লেখিত ব্যক্তিরা ভাড়াটে লোকজন নিয়ে মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
ওই মার্কেটের নৈশ প্রহরী রতন মিয়া জানান, রাত আনুমানিক তিনটার দিকে মুখোশধারী বেশ কয়েকজন ব্যক্তি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মার্কেটে হামলা চালিয়ে একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে জুয়েল শিকদার বলেন, ‘আমাদের জায়গায় জোরপূর্বক মার্কেট দখল করেছে রাকিব শিকদারের লোকজন। উদ্ধার চেষ্টা করলে নিজেরাই মার্কেটে হামলা চালিয়ে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। জমি নিয়ে আদালতে মামলা হয়েছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি।’
নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ‘লিখিত অভিযোগ পেয়ে একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’