বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পর সোমবার ভেনিজুয়েলা অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অসলো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। এক বিবৃতিতে, ভেনেজুয়েলা সরকার, মাচাদোর পুরস্কার সম্পর্কে কোনো মন্তব্য না করে বলেছে যে এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং জিম্বাবুয়ে ও বুরকিনা ফাসোতে কূটনৈতিক ফাঁড়ি খুলেছে।
এই দেশগুলোকে তারা ‘আধিপত্যবাদী চাপের’ বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত অংশীদার বলে মনে করে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়েই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে একটি ই-মেইলে বলেছেন, ‘এটি দুঃখজনক। বেশক’টি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ খোলা রাখতে চায় এবং এ নিয়ে কাজ চালিয়ে যাবে।’ সোমবার সন্ধ্যার মধ্যে ভেনেজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তিন দিন পর ভেনেজুয়েলা এই পদক্ষেপ নিল।